×

শিক্ষা

ভাষা শহিদদের স্মরণে জবিতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২৮ পিএম

ভাষা শহিদদের স্মরণে জবিতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি: সংগৃহীত

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডে-কেয়ার সেন্টারের শিশুদের অংশগ্রহণে আয়োজনটি হয়। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী। 

এ সময় কোষাধ্যক্ষ বলেন, শিশুদের জন্যে নেয়া এই আয়োজনের মাধ্যমে শিশুরা মাতৃভাষার প্রতি, দেশের প্রতি, শহিদদের প্রতি শ্রদ্ধাশীল হবে। তাদের আত্মত্যাগের ও বীরত্বগাঁথা ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আগামীর ভবিষ্যতের আঁকা শহিদ মিনার, জাতীয় পতাকা, স্মৃতিসৌধের মাধ্যমে শিশুদের মধ্যে ইতিবাচক চেতনা তৈরি হবে।

আরো পড়ুন: ছাত্রলীগ ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অর্ধশতাধিক শিশুদের অংশগ্রহণে, সাদা কাগজের ক্যানভাস, রঙ-পেন্সিলের আঁকিবুঁকিতে মুখরিত হয় শহিদ মিনার চত্বর। 

অনুষ্ঠানে আহ্বায়ক কলা অনুষদের ডিন হোসনে আরা বেগম বলেন, শিশুদের জন্যে করা এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের ভিতরে আমাদের সংস্কৃতির চেতনা জাগাতে হবে। বিশ্ববিদ্যালয় বর্তমান যে প্রশাসন আছে তারা এ বিষয়ে খুবই সচেতন। আশা করি এরকম আয়োজন আগামীতেও চলতে থাকবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর ও বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App