×

শিক্ষা

জবিতে সরস্বতী পূজায় প্রথম নারী পুরোহিত সমাদৃতা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম

জবিতে সরস্বতী পূজায় প্রথম নারী পুরোহিত সমাদৃতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজায় এবার বিরল এক ঘটনা ঘটেছে। ইংরেজি বিভাগের সরস্বতী পূজায় পুরোহিতের কাজ করেছেন ওই বিভাগটির এক নারী শিক্ষার্থী। ২০১৮-১৯ সেশনের ওই শিক্ষার্থীর নাম সমাদৃতা ভৌমিক।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট বিভাগ, ইনস্টিটিউট ও হল মিলে ৩৬ টি মণ্ডপে পূজা হয়। এর মধ্যে ইংরেজি বিভাগে প্রথমবারের মতো কোনো নারী শিক্ষার্থী পুরোহিত হিসেবে পূজা অর্চনা করেন।

মূলত প্রাচীন যুগ থেকেই পূজা-পার্বণে পুরুষের আধিপত্য। পূজার পৌরোহিত্য করে থাকেন ব্রাহ্মণ পুরুষেরাই। নারীরা বাকি সব কাজে অংশগ্রহণ করলেও পুরোহিতের কাজে তাদের দেখা পাওয়া বিরল ঘটনা। এবার সেই বিরল দৃশ্যের সাক্ষী হলো জবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।

আরো পড়ুন: ইবিতে সুন্দরবন দিবস পালিত

সমাদৃতা ভৌমিক বলেন, ‘আমাদের সনাতন শাস্ত্রমতে কোথাও বলা নেই যে নারী পুরোহিত পৌরোহিত্য করতে পারবে না। তবে সমাজের সম্মানীয় কাজগুলো এখনও পুরুষদের দখলে। একারণে নারী পুরোহিতদের কটু দৃষ্টিতে দেখা হয়। তবে আমার বিভাগের শিক্ষকদের অনুপ্রেরণা ও উৎসাহে আমি পৌরোহিত্য করতে উদ্বুদ্ধ হয়েছি।’ অনুভূতি প্রকাশ করতে গিয়ে সমাদৃতা বলেন, ‘পুরুষ ডমিনেশনের বিপক্ষে পৌরোহিত্য করে প্রমাণ করেছি নারীরাও পারে।’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ‘আমাদের ক্যাম্পাসে এবারই প্রথম নারী পুরোহিত কোনো পূজা সম্পন্ন করলো। আমরা তাকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছি। নারী পুরোহিতদের আমরা স্বাগত জানাই।’

এদিকে সকল পূজা মণ্ডপ পরিদর্শন শেষে উপাচার্যের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের অর্থ পরিচালক ড. মহসিন রেজা নারী পুরোহিত সমাদৃতা ভৌমিকের এ বিরল ঘটনার কথা জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (রুটিন দায়িত্বে উপাচার্য) অধ্যাপক ড. হুমায়ুন কবীর চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের ডীন, প্রক্টর, নানা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা করতালির মাধ্যমে প্রশংসা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App