×

শিক্ষা

জবি ক্যাম্পাসে এলোপাথাড়ি মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৮:১৩ পিএম

জবি ক্যাম্পাসে এলোপাথাড়ি মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে এলোপাথাড়ি মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষার্থীর তুলনায় খুবই ছোট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বিঘ্নে চলাচলের স্বার্থে মোটর সাইকেল ব্যবহারকারীরা ক্যাম্পাসে প্রবেশ করে নিদিষ্ট জায়গায় পার্কিং করে রাখবেন। অযথা ক্যাম্পাসের ভিতরে এলোপাথাড়ি মোটর সাইকেল না চালানোর জন্য সকলকে অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য।

প্রসঙ্গত, পুরান ঢাকায় মাত্র সাড়ে ৭ একরের ক্যাম্পাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী প্রায় ১৮ হাজারের অধিক। ছোট্ট এ ক্যাম্পাসে অধিক গাড়ি ও মোটরসাইকেল চলাচলে শিক্ষার্থীদের মধ্যে দুর্ভোগ ও দুর্ঘটনা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App