×

শিক্ষা

ধর্ষক মজনুর ফাঁসির দাবিতে বিক্ষোভ অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০, ০৩:১৬ পিএম

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আটক ধর্ষক মজনুর ফাঁসির দাবিতে বৃহস্পতিবার(৯ জানুয়ারি) তৃতীয় দিনের মত বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকাল থেকেই এ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পাশাপাশি নানা কর্মসূচি পালন করছেন। সকালে ফ্ল্যাশ মবের মাধ্যামে ধর্ষণ ও নারীর ওপর নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগেরে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেছেন বিভাগের শিক্ষক অধ্যাপক গীতি আরা নাসরিন, অধ্যাপক কাজলী শেহরীন ও প্রভাষক মার্জিয়া রহমান। এরপর দুপুরে ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত ধর্ষকের কুশপুতুল দাহ করে দ্রুত ধর্ষকের ফাঁসি দাবি করেন। এ সময় তারা ক্যাম্পাসে কালো পতাকা মিছিলও করেন। ধর্ষকের ফাঁসি দাবি করে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারাণ শিক্ষার্থীর ব্যানারে দুই শতাধিক শিক্ষার্থী। মুহুর্মুহু স্লোগানে তারা ধর্ষকের ফাঁসি দাবি করছেন। উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বান্ধবীর বাসায় যাবার পথে রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠে। ইতিমধ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব মজনু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিকে ওই শিক্ষার্থী ধর্ষক হিসেবে চিহ্নিত করেছেন এবং ধর্ষক নিজেও অপরাধ স্বীকার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App