×

শিক্ষা

চতুর্দশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ০৬:১৫ পিএম

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭ এর প্রিলিমিনারি টেস্টের ফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

স্কুল পর্যায়ে ১ লাখ ৪ হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৫ হাজার ১৮১ জনসহ মোট ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে পাসের হার ২০.৮১ এবং কলেজ পর্যায়ে পাসের হার ৩৪.৬৪। সার্বিক পাসের হার ২৬.০২।

এ পরীক্ষায় স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ জন এবং কলেজ পর্যায়ে ৩ লাখ ৩ হাজার ৬১২ জনসহ মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষার ফল http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট এ শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App