×

শিক্ষা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হলেন নায়লা ইয়াসমিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ১০:৪৩ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হলেন নায়লা ইয়াসমিন

নায়লা ইয়াসমিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপ-পরিচালক নায়লা ইয়াসমিনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন) আব্দুল হালিম বিষয়টি জানান। তিনি বলেন, উপ-পরিচালক নায়লা ইয়াসমিন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার নিয়োগ পেয়েছেন। গত ২৬ অক্টোবর লিয়েন ছুটি নিয়ে সেখানে যোগদান করেন তিনি। এ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ৪ জন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শেখ মেহেদী হাসান সাক্ষরিত এক অফিস আদেশে নায়লা ইয়াসমিনকে স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ডিপিপি তৈরিসহ ক্যাম্পাস বাস্তবায়নে নানা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপ-পরিচালক নায়লা ইয়াসমিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App