×

শিক্ষা

যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের পদোন্নতি স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ১০:৫৮ এএম

যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের পদোন্নতি স্থগিত

মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শান্তি ও সংঘর্ষ বিভাগের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে একই বিভাগের এক শিক্ষকের তিন বছরের জন্য পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ভোরের কাগজকে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত ওই শিক্ষকের নাম মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী। তিনি বর্তমানে বিভাগটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। প্রাপ্ত শাস্তি অনুযায়ী আগামী ৩ বছর তার পদোন্নতি বন্ধ থাকবে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে পাঠদানসহ স্বাভাবিক সব কার্যক্রম করে যাবেন। তবে এটি সক্রিয় কাজ হিসেবে গণ্য করা হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, সহযোগী অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। পরবর্তী সময়ে তিন বছরের পদোন্নতি স্থগিত ও পদাবনতির সুপারিশ করলে সিন্ডিকেট তিন বছর পদোন্নতি স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত করে। আরেক সিন্ডিকেট সদস্য বলেন, তদন্ত কমিটি তার বিরুদ্ধে দুটি সুপারিশ করে। প্রথমত, ৩ বছর তার পদোন্নতি বন্ধ থাকবে অথবা সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন। এর মধ্যে প্রথমটি সিন্ডিকেট গ্রহণ করে। প্রসঙ্গত, ২০২১ সালে ১৩ ডিসেম্বর সাজ্জাদ হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে উপাচার্য বরাবর যৌন হয়রানির অভিযোগ দেন একই বিভাগের চতুর্থ বর্ষের এক নারী শিক্ষার্থী। পরে একই বছরে ১৪ ডিসেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগ তদন্ত করে যৌন নিপীড়নবিরোধী সেলে প্রতিবেদন জমা দেয়া হয়। পরে সেল বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App