×

শিক্ষা

যে কারণে বিশ্ববিদ্যালয় দিবসে আনা হচ্ছে না জেমসকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ০৮:৫৯ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগর বাউল খ্যাত শিল্পী জেমসকে আনার ঘোষণা দেন রুটিন দায়িত্বে উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ। কিন্তু নিরাপত্তাজনিত কারণে জেমসকে আনা হচ্ছে না। সোমবার (৯ অক্টোবর) সাংস্কৃতিক স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিরাপত্তাজনিত কারণে এবারের বিশ্ববিদ্যালয় দিবসে জেমসকে নিয়ে আসার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। আমরা পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীদের সাথে কথা বলেছি। সামনে দূর্গাপূজাসহ বিভিন্ন আয়োজনের নিরাপত্তা সংকটে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। অন্য কোনো ব্যান্ড দল আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হাতে এখনো কিছুদিন সময় আছে। আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলে কাদের আনা যায় তা নির্দিষ্ট সময়ে জানিয়ে দেব। এদিকে গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন নিয়ে এক সভা শেষে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে কনসার্টের আয়োজন থাকবে। কনসার্টে নগর বাউল জেমসকে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কনসার্টে নগর বাউল জেমসের আসার খবরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে নগন বাউল ব্যান্ড থেকে বলা হয়, এমন কোনো প্রস্তাব আমরা পাইনি। কোনো চুক্তিও হয়নি। এরপরই শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভাটা নামে। কেন জেমস আসছে ঘোষণা দেয়া হলো প্রশ্ন সবার মুখে মুখে। এদিকে বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র অধ্যাপক বলেন, গত ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ট্রেজারার কামালউদ্দিন আহমদের বিরুদ্ধে নানা অনিয়মের বিষয়ে সংবাদ সম্মেলন করে। এদিক থেকে সবার নজর ভিন্ন দিকে নিতে জেমস আনার বিষয়ে গুজব ছড়ানো হয়। এখন সব পরিস্কার হয়ে গেল। জেমস আনার বিষয়টি প্রয়োজনের তাগিয়ে আইওয়াশ ছিল। আমরা বাইরের বিশ্ববিদ্যালয়ের থেকে নয়, নিজেদের অধ্যাপক থেকে ট্রেজারার চাই। তাহলে শিক্ষার্থীদের অনুভূতি বুঝবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App