×

শিক্ষা

চট্টগ্রামে জলাবদ্ধতা, এক ঘণ্টা পর এইচএসসি পরীক্ষা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ১১:৩৮ এএম

চট্টগ্রামে জলাবদ্ধতা, এক ঘণ্টা পর এইচএসসি পরীক্ষা শুরু
চট্টগ্রামে জলাবদ্ধতা, এক ঘণ্টা পর এইচএসসি পরীক্ষা শুরু
ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরী ও এর আশেপাশের কেন্দ্রগুলোতে এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পর শুরু হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ রবিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মন্ত্রী মহোদয়ের নির্দেশে চট্টগ্রাম মহানগরী ও এর আশেপাশের কেন্দ্রগুলোতে এক ঘণ্টা পর পরীক্ষা শুরু হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ফতেয়াবাদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৭ জন এখনো অনুপস্থিত থাকায় এটাতে আরও আধা ঘণ্টা পর পরীক্ষা শুরু হবে।’ উল্লেখ্য, গত ১৭ আগস্ট থেকে সারাদেশে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কারণে তিন বোর্ডে পরীক্ষা পেছানো হয়। পেছানো তিন বোর্ড চট্রগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরুর কথা জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App