×

শিক্ষা

ঢাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৯:০২ পিএম

ঢাবির হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের নিজ কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলা হচ্ছে। তবে প্রকৃত কারণ এখনো জানা যায়নি। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. মঞ্জু শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। সোমবার (২১ আগস্ট) বিকাল সাড়ে ৫টা নাগাদ হলের ১৬৫ নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় বলে জানান শাহবাগ থানা পুলিশের এসআই মো. আল আমিন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়। মৃত ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য ছাড়া ময়নাতদন্ত শুরু হবে না বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে শাহবাগ থানার এসআই মো. আল আমিন বলেন, হল প্রশাসন আমাদের ফোন দিয়ে বিষয়টি জানায়। আমরা এসে দেখি ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে। পরে হল প্রশাসনকে সাথে নিয়ে তার লাশ নামানো হয়। এবং ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়। শিক্ষার্থীদের বরাতে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে পারি, রুমটিতে আরও তিনজন ছিল। তারা সকালে বের হয়ে যায়। বিকেলে রুমে এসে খালি রুমে তার লাশ ঝুলতে দেখে। মঞ্জুর রুমমেট মো. ফরহাদ জানান, তারা যখন সকালে রুম থেকে বের হয়ে যান তখন মঞ্জু ঘুমাচ্ছিলেন। বিকেল ৫টায় আসার পর তারা লাশ ঝুলতে দেখেন। তবে কী কারণে আত্মহত্যা করেছে বলতে পারছি না। মঞ্জু ভাই সব সময় চুপচাপ থাকতেন। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। এমন একজন মেধাবী ছাত্রের মৃত্যুতে আমাদের দুঃখ প্রকাশের কোনো ভাষা নেই। মৃত্যুর কারণ নিয়ে মনগড়া কথা বলার সুযোগ নাই মন্তব্য করে তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়ায় ময়নাতদন্ত শেষে বলা যাবে মৃত্যুর আসল কারণ কী ছিল। তবে রুমমেট বা তার সহপাঠী শিক্ষার্থীরা বলছেন, খুব সম্প্রতি সে হতাশায় ভুগতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App