×

শিক্ষা

চট্টগ্রাম নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৬:৪৩ পিএম

চট্টগ্রাম নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা

অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরী জলাবদ্ধতা। ছবি: সংগৃহীত

চবি’তে ১০ আগষ্ট পর্যন্ত ক্লাশ-পরীক্ষা হবে না প্রাথমিকের কোন ঘোষণা নেই!
গত কয়েকদিনের প্রবল বৃষ্টি ও বিভিন্নস্থানে জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেলেও এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়নি। ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে প্রাথমিক থেকে উচ্চ পর্যায়ের শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি এই প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার শিকার হয়ে। কিন্তু রবিবার (৬ অগস্ট) পর্যন্ত চট্টগ্রামে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে এই দুর্যোগকালে পাঠদান বন্ধ করার ঘোষণা দেয়া হয়নি। এতে করে অনেক শিক্ষার্থী ও অভিভাবক অনিশ্চয়তার মধ্যে ছিলেন, বিপাকেও পড়েছেন। তবে সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের ঘুম কিছুটা ভেঙেছে। তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থিত সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, চট্টগ্রাম শহর থেকে নাজিরহাট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার রেললাইনে পানি উঠে যাওয়া এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে পাহাড় ধ্বসসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৮ আগস্ট) থেকে আগামী বৃহস্পতিবার ১০ আগস্ট পর্যন্ত সব ক্লাশ ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তবে চবি অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। সোমবার (৭ আগস্ট) বেলা আড়াইটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ও চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে সহ চবি’র বিভিন্ন পর্ষদের প্রতিনিধিরা এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রাকৃতিক এ দুর্যোগের সময় দেরিতে ঘোষণা দিলেও প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোন ঘোষণা দেয়া হয়নি। অথচ গত কয়েকদিন যাবৎ নগরী ও জেলার প্রাথমিক স্কুলগুলোর কোমলমতি শিশু শিক্ষার্থী ও তাদের অভিবভাবকদেরই কষ্ট হয়েছে সবচেয়ে বেশি। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের বিভিন্ন সুত্রমতে নগরী ও জেলার অন্তত পাঁচ শতাধিক প্রাইমারি ও মাধ্যমিক স্কুলের শিক্ষা কার্যক্রম গত রবি ও সোমবার কার্যত: বন্ধ ছিল। শিক্ষার্থীরা প্রচন্ড বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে স্কুলে যেতে পারেনি। অনেক স্কুলে পানি উঠে গেছে। চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম সোমবার ভোরের কাগজকে বলেছেন, আনুষ্ঠানিকভাবে স্কুল বন্ধ ঘোষনা করা না হলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান হয়নি। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে সেগুলোতে সাময়িকভাবে পাঠদান বন্ধ রয়েছে। তবে উচ্চ পর্যায়ের নির্দেশনা আসলে তারা তখন জানাতে পারবেন-স্কুল বন্ধ না খোলা রাখবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App