×

শিক্ষা

এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০৯:৫২ এএম

এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু

এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু। ছবি: প্রতীকী

এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হবে শনিবার থেকে। আবেদন করা যাবে আগামী ৪ আগস্ট পর্যন্ত। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যেভাবে আবেদন করবেন: প্রথমে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে (ঢাকা বোর্ডের ক্ষেত্রে Dha এবং বরিশাল বোর্ডের ক্ষেত্রে Bar)।

এরপর স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। (উদাহারণ: RSC DHA 123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন 174, 175, 176 ইত্যাদি।

মেসেজ সেন্ড হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা নেয়া হবে, তা জানিয়ে একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে।

এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর' লিখে স্পেস দিয়ে নিজস্ব মুঠোফোন নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে। (উদাহারণ: RSC<>YES<>PIN-NUMBER<>MobileNumber লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।)

আবেদন ফি বিষয় প্রতি ১২৫ টাকা।

২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এ বছর ৮১.৮৮% ছাত্রী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাশ করেছে, যেখানে ছাত্রদের পাশের হার ৭৮.৮৭%।

পূর্ণাঙ্গ জিপিএ, অর্থাৎ পাঁচে পাঁচ পাওয়া শিক্ষার্থীদের মধ্যেও ছাত্রীরা বড় ব্যবধানে এগিয়ে। জিপিএ-৫ পাওয়া এক লাখ ৮৩,৫৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ৮৪,৯৬৪ জন ছাত্র; আর ৯৮,৬১৪ জন ছাত্রী। সেই হিসেবে ১৩,৬৫০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ১০ লাখ ৯,৮০৩ জন। পাশ করেছে সাত লাখ ৯৬,৪০৪ জন। অন্যদিকে ১০ লাখ ৩১,৬৪৭ জন ছাত্রীর মধ্যে আট লাখ ৪৪,৭৩৬ জন উত্তীর্ণ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App