×

শিক্ষা

২০২৪ সাল থেকে পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ০৫:৫৮ পিএম

২০২৪ সাল থেকে পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা
২০২৪ থেকে পূর্ণ সিলেবাসে না হলেও পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে। শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন-চাঁদপুর সদর উপজেলার যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ। এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়া কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এই বছর যারা ক্লাস করছে তারা পুরো ক্লাসটা পাচ্ছে না। এ বছর আগস্টে পরীক্ষা হওয়ার কথা। আগামী বছর যারা পরীক্ষা দেবে, যারা পূর্ণাঙ্গ ক্লাস পাচ্ছে না তাদের জন্য পুনর্বিন্যাসকৃত কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার ব্যবস্থা নেয়া হচ্ছে। ডেঙ্গু প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বাসা বাড়িতেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তত তিনদিন পর পর বাসা-বাড়ি পরিষ্কার করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App