×

শিক্ষা

ঢাবির সঙ্গে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্য বীমা চুক্তি নবায়ন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৬:৫৪ পিএম

ঢাবির সঙ্গে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্য বীমা চুক্তি নবায়ন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে বিদ্যমান গ্রুপ স্বাস্থ্য বীমা চুক্তি নবায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) কোষাধ্যক্ষ কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পরবর্তী দুই বছরের জন্য ২০২৩ সাল পর্যন্ত এই চুক্তি নবায়ন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং চার্টাড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নবায়নকৃত এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে ২০২১ সালে ঢাবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যদের বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকার সুবিধা রেখে স্বাস্থ্য বীমা চালু করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জীবন বীমাও চালু করা হয়। স্বাস্থ্যবীমার নিয়ম অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা বীমা সুবিধা পাবেন। এরমধ্যে হাসপাতালে কেবিন বা ওয়ার্ড ভাড়া, হাসপাতাল সেবা, অস্ত্রোপচারের ব্যয়, চিকিৎসকের পরামর্শ ফি, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার বিল বাবদ দৈনিক সর্বোচ্চ ৫ হাজার টাকা পাবেন। বহির্বিভাগে চিকিৎসার ক্ষেত্রে প্রতি শিক্ষার্থীর জন্য বছরে ১০ হাজার টাকা বরাদ্দ রয়েছে। এরমধ্যে পরীক্ষা-নিরীক্ষার ব্যয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ফি বাবদ প্রতি ব্যবস্থাপত্রে সর্বোচ্চ ৫০০ টাকা বরাদ্দ আছে। স্বাস্থ্যবীমা পেতে প্রতিবছর ভর্তির সময় শিক্ষার্থীদের এককালীন বার্ষিক ২৭০ টাকা প্রিমিয়াম দিতে হয়। টাকা জমা দেওয়ার পর শিক্ষার্থীরা বীমা প্রিমিয়ামের একটি জমা রশিদ পান। বীমা সুবিধা দাবির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে এই রশিদ সংযুক্ত করতে হয়। উল্লেখ্য, কোন শিক্ষার্থীর বয়স ২৮ বছর অতিক্রম করলে অথবা ছাত্রত্ব শেষ হয়ে গেলে বীমা সুবিধা বন্ধ হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App