×

শিক্ষা

ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেস সম্মাননা পেলেন যবিপ্রবি শিক্ষক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৫:৫৭ পিএম

ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেস সম্মাননা পেলেন যবিপ্রবি শিক্ষক
বৈশ্বিক ফিজিওথেরাপি সংস্থা ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেসের সম্মাননা পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফিরোজ কবীর। সম্প্রতি আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেস-২০২৩ এ শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়। ফিজিওথেরাপিতে বাংলাদেশ প্রথমবারের মতো এ ধরনের আন্তর্জাতিক পুরস্কার পেল কেউ। এছাড়াও চিকিৎসা সেবায় অবদানের জন্য এ বছর সম্মাননা দেয়া হয় সিআরপির প্রতিষ্ঠাতা ব্রিটিশ-বাংলাদেশি ড. ভেলরি টেইলরকেও। প্রতি ৩ বছর পরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিজিওথেরাপি শিক্ষা, চিকিৎসা ও গবেষণাক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দিয়ে থাকে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেস। দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গত ২ থেকে ৪ জুন পর্যন্ত চলে এবারের কংগ্রেস। এতে অংশ নেন শিক্ষক, গবেষক ও ক্লিনিক্যাল বিশেষজ্ঞসহ বিশ্বের ৫ হাজার ফিজিওথেরাপিস্ট। বাংলাদেশ থেকে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন-ডা. কে এম এমরান হোসেন, ডা. সনজিত কুমার চক্রবর্তী ও ডা. শাহাদৎ হোসেন। বাংলাদেশের ফিজিওথেরাপি শিক্ষা, গবেষণা ও সেবার বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন ডা. মো. জাহিদ হোসেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App