×

শিক্ষা

সরকারি মাধ্যমিক শিক্ষকদের পদোন্নতি নিয়ে সুখবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ০৬:১১ পিএম

সরকারি মাধ্যমিক শিক্ষকদের পদোন্নতি নিয়ে সুখবর
পবিত্র ঈদুল আজহার আগেই সরকারি মাধ্যমিক শিক্ষকদের পদোন্নতি নিয়ে সুখবর এসেছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পদোন্নতি দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পদোন্নতির জন্য ৫ হাজার ৩৬ জনের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা থেকে সিনিয়র শিক্ষক, সহকারী জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হবে। গত ২২ জুন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে খসড়া তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খসড়া তালিকা দেখতে এখানে ক্লিক করুন। খসড়া তালিকার বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চলতি দায়িত্বে পদোন্নতি দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পদোন্নতির জন্য ৫ হাজার ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় কোনো থাকলে তা আগামী ১০ কর্মদিবসের মধ্যে মাউশিকে অভিহিত করতে নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি মাধ্যমিক স্কুলের সিনিয়র শিক্ষকের খসড়া জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের মধ্য থেকে সহকারি জেলা শিক্ষা অফিসার, সরকারি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা পদে চলতি দায়িত্ব দেয়া হবে। ইতোমধ্যে এ তালিকা মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া প্রকাশিত খসড়া জ্যেষ্ঠতার তালিকায় কেউ মৃত্যুবরণ, অবসর, সাময়িক বরখাস্ত, কর্মস্থল পরিবর্তন সংক্রান্ত অসঙ্গতি পরিলক্ষিত হলে উপযুক্ত প্রমাণসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে মাউশিতে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App