×

শিক্ষা

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের আয়োজনে ফল উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ১২:৪০ পিএম

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের আয়োজনে ফল উৎসব

ছবি: সংগৃহীত

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ফল উৎসব আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিকাল ৫টায় এ ফল উৎসব আয়োজন করা হয়।

বাংলাদেশের সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায় এ সময়। বিভিন্ন মৌসুমি ফলের ঘ্রাণে চারপাশ ম-ম ঘ্রাণে ভরে যায়। আম, জাম, লিচু, কাঠাল, পেয়ারাসহ নানা প্রজাতির ফলের সমাহার ছিল এ উৎসবে। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির ফল নিয়ে ‘ফল উৎসব’ করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম (এসইউজেএফ)।

আয়োজনে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মতিন, প্রক্টর ড. আ.ন.ম আরিফুর রহমান, স্টামফোর্ড সাংবাদিক ফোরামের কনভেনর মোশাররফ হোসেন মামুন, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপদেষ্টা রেহানা আক্তার, পি আর ডি প্রধান সুপা সাদিয়া।

ফল উৎসবের সভাপতিত্ব করেন স্টামফোর্ড সাংবাদিক ফোরামের সভাপতি রায়হান খান আকাশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির। এসময় আরোও উপস্থিত ছিলেন সহসভাপতি জাকিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরা রহমান সিমরান, সাংগঠনিক সম্পাদক ঐশ্বর্য ইকা, অর্থ সম্পাদক রাশেদ রায়হান, প্রচার সম্পাদক এনামুল হক নাঈম সহ কার্য নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। আয়োজনে সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি হাসান ওয়ালী ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সানমুন আহমেদও উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App