×

শিক্ষা

নতুন ক্যাম্পাসে জবি সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৩, ১০:০৮ পিএম

নতুন ক্যাম্পাসে জবি সাংবাদিক সমিতির বৃক্ষরোপণ

ছবি: ভোরের কাগজ

নানা আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২০ জুন) কেরাণীগঞ্জের তেঘরিয়ায় নির্মাণাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক‍্যাম্পাসে বৃক্ষরোপন করেন সাংবাদিক সমিতির সদস্যরা।

এছাড়া এদিন নতুন ক্যাম্পাসে বৃক্ষরোপনসহ ফুটবল প্রীতিম‍্যাচের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর বলেন, সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও উপাচার্য দেশে না থাকায় সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি আমরা।

সাধারণ সম্পাদক মামুন শেখ বলেন, আঠারো বছরে পদার্পন করলো সাংবাদিক সমিতি। গৌরবের সাথে এগিয়ে যাবে প্রিয় সংগঠন।

প্রসঙ্গত, ২০০৬ সালের ২০ জুন শিক্ষা, সততা, সাহসিকতা স্লোগান নিয়ে ১৯ জন সদস্য ও ৫ জন সহযোগী সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। দীর্ঘ এই সময়ে দক্ষ নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিকট আস্থার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে সংগঠনটি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অর্জন, সফলতা ও সমস্যা সততা ও নিষ্ঠার সাথে তুলে ধরার পাশাপাশি একদল সৎ, দক্ষ ও নিষ্ঠাবান দেশবরেণ্য সাংবাদিক তৈরিতে ভূমিকা রাখছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App