×

শিক্ষা

গ্র্যাজুয়েটদের শুভেচ্ছা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০৮:০৩ পিএম

গ্র্যাজুয়েটদের শুভেচ্ছা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের

ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হয়ে গেলো ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি- ডব্লিউইউএসটি'র কনভোকেশন ২০২৩।

শনিবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার জ সি. মার্শাল হাইস্কুল মিলনায়তনে ৭৬ জন শিক্ষার্থীর হাতে গ্র্যাজুয়েশন সনদ ও সম্মাননাপত্র তুলে দেয়া হয়।

কালো গাউন মাথায় গ্র্যাজুয়েশন হ্যাট পরে শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের সঙ্গে সনদ গ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউএস রিপ্রেজেন্ট জিম মোরান।

কর্মসূচি টিকে স্রেফ সনদ বিতরণে সীমিত না রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে একটি বিশেষ সেমিনারের। যেখানে আয়োজনের উদ্বোধনী বক্তৃতা দেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ।

বক্তৃতায় তিনি তার নিজের জীবনের গল্প তুলে বলেন, সাফলতার পথ কখনো মসৃণ হয় না। প্রতিটি ধাপে ধাপে উত্থান পতনের চ্যালেঞ্জ আসে। কিছু সফলতার শিখরে পৌছাতে হলে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কখনো ছাড় ছেড়ে দেয়া যাবে না। বরং আরো দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাবার পরামর্শ দেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App