×

শিক্ষা

চাকরিচ্যুত শিক্ষককে বহালের দাবিতে জবিতে শিক্ষাথীদের ধর্মঘটের ডাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০১৮, ১০:৪৮ এএম

চাকরিচ্যুত শিক্ষককে বহালের দাবিতে জবিতে শিক্ষাথীদের ধর্মঘটের ডাক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আজ বৃহস্পতিবার আবারও ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘স্ট্যান্ড ফর নাসির স্যার-এই যুগের শামসুজ্জোহা’ নামে একটি গ্রুপে এ ঘোষণা দেন তারা। গবেষণা প্রবন্ধ জালিয়াতির অভিযোগ তুলে নাসির উদ্দিন আহমদকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদ ও তাকে স্বপদে বহালের দাবিতে গত ৩০ এপ্রিল ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। এ ছাড়া ২৯ এপ্রিল (রবিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছিলেন তারা। বুধবার বিকেলে ‘স্ট্যান্ড ফর নাসির স্যার-এই যুগের শামসুজ্জোহা’ গ্রুপের পক্ষ থেকে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাসরিন ফারহানা ও শিপন আহমেদ। নাসরিন ফারহানা বলেছেন, মঙ্গলবার ধর্মঘট চলাকালে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তখন উপাচার্য মীজানুর রহমান বিষয়টি বিবেচনা করবেন বলে আমাদের জানান। কিন্তু পরক্ষণে এক সংবাদ সম্মেলন করে তিনি নাসির স্যারকে ক্ষমা চাইতে বলেন। এ ছাড়া আদৌ শাস্তি প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়টিও স্পষ্ট করে তিনি বলেন নি। তাই বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় সব বিভাগের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছি। সবার মতামত নিয়েই বৃহস্পতিবার ধর্মঘটের সিদ্ধান্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App