×

শিক্ষা

এসএসসির প্রথম দিনে ৩১৪৪৭ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ২০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:২৬ পিএম

দেশে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে মোট ৩১ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া, অসদুপায় অবলম্বনের জন্য প্রথম দিনে ২০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা (মাউশি) বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আজ রবিবার থেকে সারা দেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে ১৫ লাখ ৮ হাজার ১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছিলো। তবে তাদের মধ্যে ১৭ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৮৪ হাজার ৬৯৭ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ২৫৫ জন অনুপস্থিত ছিলো। সাধারণ বোর্ডভিত্তিক হিসাব অনুযায়ী ঢাকায় ৪ হাজার ২২২ জন, রাজশাহীতে ১ হাজার ৭২০ জন, কুমিল্লায় ২ হাজার ৬১৮ জন, যশোরে ১ হাজার ৮৩৪ জন, চট্টগ্রামে ১ হাজার ৬০৭ জন, সিলেটে ৯৪০ জন, বরিশালে ১ হাজার ২৬ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৭ জন ও ময়মনসিংহে ৯৭৮ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া, মাদ্রাসা বোর্ডের ১১ হাজার ৩৮৩ জন এবং কারিগরি বোর্ডের ২ হাজার ৮৭২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App