×

শিক্ষা

মাভাবিপ্রবির লাইফ সায়েন্স অনুষদের ডিন হলেন ফারুক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৫:০৫ পিএম

মাভাবিপ্রবির লাইফ সায়েন্স অনুষদের ডিন হলেন ফারুক

প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) লাইফ সায়েন্স অনুষদের ডিন হয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক।

সোমবার (১৭এপ্রিল) বিশ্ববিদ্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইস-চ্যান্সেলর অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে আসছে ২৭ এপ্রিল থেকে পরবর্তী ২ বছরের জন্য আপনাকে লাইফ সায়েন্স অনুষদের ডিন নিয়োগ করা হলো।

ড. উমর ফারুকের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোজাকুড়া সরকার বাড়িতে। লেখাপড়া শেষ করে ২০০৬ সালে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৮ সালে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক, ২০১২ সালে সহযোগী অধ্যাপক এবং সর্বশেষ ২০২০ সালের ২২ আগস্ট পদোন্নতি পেয়ে মাভাবিপ্রবি এর ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিষয়ে বাংলাদেশে প্রথম অধ্যাপক হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App