×

শিক্ষা

ইবিতে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম শুরুর দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৯:২৩ এএম

গুচ্ছকে বিদায় জানিয়ে আগামী ২১ মার্চের মধ্যে একাডেমিক কাউন্সিল (এসি) ডেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম শুরু করার প্রস্তাব জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইবিশিস)।

সোমবার (৬ মার্চ) কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরী সাধারণ সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

সভা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইবিতে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেয়ার ব্যাপারে আমরা সবাই একমত হয়েছি। আজকের শিক্ষক সমিতির সভায় ২১ মার্চের মধ্যেই একাডেমিক কাউন্সিল ডেকে ভর্তির কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত হয়। আমাদের সিদ্ধান্ত প্রস্তাবনা আকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির সাধারণ সভায় গুচ্ছে না যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষকরা। পরে সাংবাদিক সম্মেলন ডেকে গুচ্ছে না যাওয়ার ব্যাপারে ব্যাখা দেন শিক্ষক নেতারা।

উল্লেখ্য, গত ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আগেও গুচ্ছতে থাকলে শিক্ষকরা ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবেন না বলে জানিয়েছিল শিক্ষক সমিতি। পরে ভিসির অনুরোধে শর্তসাপেক্ষে ভর্তি পরীক্ষা নিতে সম্মত হন শিক্ষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App