×

শিক্ষা

ঢাবির তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৭ পিএম

ঢাবির তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ছবি: ভোরের কাগজ

বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সাময়িক বহিষ্কারের এই অনুমোদন প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের কৃত অপরাধের জন্য ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ মর্মে কারণ দর্শানো এবং ৭ কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের লিখিত জবাব প্রদানের জন্য বলা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থী ফজলে নাভীদ অনন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ ও হাজী মুহম্মদ মুহসীন হলের মো. রাহাত রহমান এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থী সাদিক আহাম্মদ। তারা তিনজনই প্রথমবর্ষের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানী ভোরের কাগজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তিনজনকে বহিষ্কারের অনুমোদন দেয়া হয়। বিশ্ববিদ্যালয় কোনো অপরাধীকে অপরাধ করার সুযোগ করে দেবে না।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটা নাগাদ পলাশীতে প্রথমে একটি কাভার্ড ভ্যান থামিয়ে চালকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি বহিষ্কৃত ওই তিন শিক্ষার্থী। পরে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে চালকের সঙ্গে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন তারা। পরে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় চকবাজার থানা পুলিশ তাদের আটক করে। পরে ছিনতাইয়ের ঘটনায় তাদের নামে মামলা করেন কাভার্ড ভ্যান চালক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App