×

শিক্ষা

বেগমগঞ্জ-সোনাইমুড়ীর প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৭ পিএম

বেগমগঞ্জ-সোনাইমুড়ীর প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী

ছবি: ভোরের কাগজ

নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো বেগমগঞ্জ-সোনাইমুড়ী উপজেলা প্রাক্তন-বর্তমান ছাত্রছাত্রী কল্যাণ সমিতির ‘পরম্পরায় আমরা’ বৃত্তি প্রদান, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এ শিক্ষার্থীরা পেশাগত জীবনের পাশাপাশি সব পেশার মানুষের মধ্যে সম্প্রীতি সৌহার্দ্যরে বন্ধনকে সুদৃড় করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। উদ্বোধনী বক্তব্যে এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের শিল্পের প্রসারে নোয়াখালীর ব্যবসায়ীদের বিরাট অবদান রয়েছে। নোয়াখালিবাসীর যেকোনো ভালো উদ্যোগের সঙ্গে তিনি থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (ঢাবিশিস) সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, অফিসার্স ক্লাবের সহ-সভাপতি সাবেক সচিব কেএম মোজাম্মেল হক, সাবেক সেতু সচিব বেলায়েত হোসেন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ডা. আবদুজ জাহের, বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ্যাডভোকেট মঞ্জুর মো. শাহনাওয়াজ টিপু, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুসহ নোয়াখালির বিশিষ্টজনেরা।

এছাড়া, বেগমগঞ্জ-সোনাইমুড়ী উপজেলা প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মানিক, বেগমগ-সোনাইমুড়ি প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যান সমিতির যুগ্ন আহ্বায়ক মো. হুমায়ুন কবির চৌধুরী, ‘পরম্পরায় আমরা’ (বৃত্তি প্রদান, জিয়াবত, গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান) উদযাপন কমিটির আহবায়ক ইউসুফ স্বপন, সদস্য সচিব মোজাম্মেল হোসেন পারভেজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নোয়াখালীর মানুষের সৃষ্টিশীলতা বা উদ্ভাবনী শক্তি নোয়াখালীর মানুষদের অনেক এগিয়ে নিয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী ঐশিসহ নোয়াখালীর খ্যাতিমান শিল্পীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App