×

শিক্ষা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৬:০৪ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন

ফাইল ছবি

ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শ্রদ্ধা জানাবে এ কমিটি। কমিটির সব সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সাধারণ সম্পাদক শামসুন নাহার চাঁপা।

এর আগে গত ৪ নভেম্বর (শুক্রবার) শামসুননাহার হল অডিটরিয়ামে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আভা দত্ত। সভায় সর্বসম্মতিক্রমে ২০২০ সালের কার্যকরী কমিটিকে আবারো দুই বছরের জন্য দায়িত্ব দেয়া হয়। এই কমিটি জাঁকজমকভাবে হলের সূবর্ণজয়ন্তী পালন করবে।

সভাপতি আভা দত্ত ও সাধারণ সম্পাদক শামসুন নাহার চাঁপা ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ড. আয়েশা বেগম, ড. সেতারুন নাহার, সাহিদা খাতুন, রাফিয়া রহমান টফি, হায়দারী সুলতানা রোজিনা ও খুরশীদ নাহার। যুগ্ম-সাধারণ সম্পাদক জেনিফার ইউসুফ ঝিনু ও শিউলি আফসার, কোষাধ্যক্ষ বাণী চৌধুরী, সহ-কোষাধ্যক্ষ রেহেনা সুলতানা, দপ্তর সম্পাদক তসলিমা খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা সুলতানা হেলেন, প্রচার সম্পাদক লিপিকা তাপসী, আইন সম্পাদক নাজনীন নাহার, আন্তর্জাতিক সম্পাদক শিখা বোস, সমাজ কল্যাণ সম্পাদক ফারহানা হক নীলা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সালমা বেগম মুক্তা, সহ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুনু দে, সাংস্কৃতিক নাদিরা কিরণ, সহ-সাংস্কৃতিক সম্পাদক ডালিয়া দাস।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, শিরিনা নাহার লিপি, মাহমুদা বেগম নিরু, আমেনা বেগম, সায়লা ফারজানা, বিপ্লবী নাজমা, গীতা সাহা, ফেরদৌসী বেগম, নিবেদিতা দাস, অরুণা পাল জলি, শাহীন সুরভী সোবাহানা, অর্চনা সাহা, আঙ্গুর নাহার মন্টি, নুরুন নাহার শিউলি, ঝর্ণা মনি, সালমা বেগম, নুসরাত আরফিন, আঞ্জুমান আরা বেগম।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, হল প্রভোস্ট ড. সুপ্রিয়া সাহা, কাজী রোকেয়া সুলতানা রাকা, ড. গুলশান আরা লতিফা, ড. শিরিন, ড. সাবিতা রেজওয়ানা ও লাফিফা জামাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App