×

শিক্ষা

ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৬:৫২ পিএম

ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে দেশের চার বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সরকারি ও বেসরকারি এ সকল ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠাতে আঞ্চলিক প্রধানসহ উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর তালিকা নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সরকারি-বেসরকারি কলেজের তথ্য পাঠাতে সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক পরিচালক এবং মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠাতে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি এ অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার এ সকল অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App