×

শিক্ষা

ঢাবি শিক্ষার্থী আকতারুলের জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ১০:৪৫ পিএম

ঢাবি শিক্ষার্থী আকতারুলের জামিন

আসামি মো. আকতারুল ইসলাম

২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ বি ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষায় প্রক্সি দেয়ার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আকতারুল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী রাকিবুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী রাকিবুল ইসলাম এ তথ্য জানান।

এরআগে, গত ১৩ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বাদী হয়ে আসামি আকতারুলসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার বাকি দুই আসামি মূলহোতা মো. রাব্বি ও মূল শিক্ষার্থী সিজান মাহফুজ পলাতক রয়েছেন। মামলার এজাহারে বলা হয়, গত ১৩ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় টাকার বিনিময়ে আরেকজনের প্রক্সি দেন আসামি। আসামি প্রাথমিক জিঙ্গাসাবাদে জানান, পলাতক আসামি সিজান মাহফুজ ও মূলহোতা রাব্বির পরামর্শ, প্ররোচনায় ও সহযোগীতায় এক লাখ ৪০ হাজার টাকার চুক্তিতে পরীক্ষায় অংশ নেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App