×

শিক্ষা

স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০২ পিএম

স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময়সীমা আর না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। শনিবার (১২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্স কনফারেন্স’ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এ কথা বলেন । শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা সংক্রমণের হার কমছে। এটা ভালো খবর। আমরা আশা করছি, এই হার আরও কমবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন আর ব্যাহত না হয়, সেজন্য শ্রেণিকক্ষে বন্ধ থাকা পাঠদান আর বাড়াতে হবে না বলে আশা করছি। তিনি বলেন, করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে রবিবার আমাদের বৈঠক হওয়ার কথা ছিল। সেটা আরও দুই দিন পরে হবে। বৈঠকে আমরা সার্বিক অবস্থা পর্যালোচনা করব। আমরা কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে বিজ্ঞান সম্মত সিদ্ধান্ত আগেও নিয়েছি, সামনেও নেব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App