×

শিক্ষা

শাবির সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৬ পিএম

শাবির সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

শনিবার সরস্বতী পূজার দিনে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনার। ছবি: ভোরের কাগজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিদ্যার দেবী সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বরস্বতী পূজা উদযাপনের বিভিন্ন অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাবি শাখার সভাপতি অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. নারায়ণ সাহা ও অধ্যাপক ড. দীপেন দেবনাথ, শাবিপ্রবির কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি দীপ্ত রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাবি শাখা, শাবিপ্রবির কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি, শ্রী কৃষ্ণচৈতন্য শিক্ষা ও সাংস্কৃতিক সংঘসহ বিভিন্ন বিভাগের ১১টি অস্থায়ী পূজামণ্ডপে চলতি বছর পূজা উদযাপন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App