×

শিক্ষা

শাবিতে পুলিশের হামলার প্রতিবাদে ঢাবি-জবিতে ছাত্রদলের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ০৩:০৮ পিএম

শাবিতে পুলিশের হামলার প্রতিবাদে ঢাবি-জবিতে ছাত্রদলের বিক্ষোভ

বৃহস্পতিবার শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বর্তমান অবৈধ সরকারের হাতে বহু নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। সর্বশেষ আমরা দেখলাম, শাবিপ্রবি শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবিতে আন্দোলন শুরু করেছেন, সেই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও পুলিশ প্রশাসন। তারা শিক্ষার্থীদের আহত করেছে, তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছে ও তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

আমরা অবিলম্বে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ শিক্ষার্থীদের প্রাণের দাবি। ওই উপাচার্য পদত্যাগ না করলে ছাত্রদল ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে উপাচার্য নয়, বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশে উত্তাল আন্দোলন গড়ে তুলবে।

কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন। সমাবেশ শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি। কেন্দ্রীয় ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে।

ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মো. রাকিবুল ইসলাম বক্তব্য দেন।

জবি ছাত্রদলের বিক্ষোভ

শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ৩নং গেট থেকে শুরু করে রায়সাহেব বাজারে এসে শেষ হয়।

মিছিল শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মেহেদী হাসান হিমেল বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের এমন হামলা কাম্য নয়। আমরা অনতিবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ক্যাম্পাসে শান্তি শৃঙ্খল পরিবেশ আনার জন্য আহবান জানাচ্ছি। সেটা না হলে রাজপথ কাঁপবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App