×

অর্থনীতি

বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ার বিষয়ে যে সিদ্ধান্ত হলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১০:২৪ এএম

বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ার বিষয়ে যে সিদ্ধান্ত হলো

ছবি: সংগৃহীত

প্রতিমাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জ্বালানি তেল ও এলপি গ্যাসের মূল্য সমন্বয়ের যে কার্যক্রম পরিচালনা করত, তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ফলে আপাতত বাড়বে না জ্বালানি তেল ও এলপি গ্যাসের দাম।

রবিবার (১৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তার প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। উপদেষ্টা বলেন, আমাদের মূল লক্ষ্য হবে ব্যয় সংকোচন। জনস্বার্থ ও জনপ্রত্যাশা রক্ষা করাই হবে আমাদের মূল কাজ।  

ফাওজুল কবির বলেন, বিতর্কিত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ আইনের অধীন চলমান সব কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। তবে দায়মুক্তির বিধান নামে পরিচিত এই বিশেষ আইনে ইতিমধ্যে সম্পাদিত চুক্তিগুলো বহাল থাকবে এবং চুক্তিগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। কারণ, যেহেতু চুক্তি হয়ে গেছে, তাই চাইলে তা বাতিল করা যাবে না। এ জন্য আইনগত দিক খতিয়ে দেখতে হবে।

আইনটি বাতিল করার বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, এ জন্য উপদেষ্টা পরিষদের সঙ্গে কথা বলতে হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তবে যে সিদ্ধান্তই নেয়া হোক, তাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন থাকবে।

বিশেষ আইনে যেসব চুক্তি হয়েছে, সেগুলোর ট্যারিফ নিয়ে প্রশ্ন রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিষয়গুলো পর্যালোচনা করে দেখা হবে। আগের সরকারের সবকিছু বাতিল করতে হবে, এমন নয়। যেসব কাজ ভালো, তা বহাল থাকবে। যেসব প্রকল্প অপ্রয়োজনীয়, সেগুলো বাদ যাবে। কারণ, সরকারে ধারাবাহিকতা তো বজায় রাখতে হবে।

উল্লেখ্য, সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে জ্বালানি থেকে ভর্তুকি তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিমাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারা শেখ হাসিনাকে ‘দৈত্য’ বানাল, প্রশ্ন ফারুকীর

কারা শেখ হাসিনাকে ‘দৈত্য’ বানাল, প্রশ্ন ফারুকীর

ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর

ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর

ভারতীয় আগ্রাসনে নামের মিল থাকায় ১৭ বছর ধরে জেলে বাদল ফরাজী

ভারতীয় আগ্রাসনে নামের মিল থাকায় ১৭ বছর ধরে জেলে বাদল ফরাজী

যোগদান করলেন জাতীয় সংসদের নতুন সচিব আনোয়ার উল্যাহ

যোগদান করলেন জাতীয় সংসদের নতুন সচিব আনোয়ার উল্যাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App