বিশ্ববাজার
ইতিহাস সৃষ্টির পর কমেই চলেছে স্বর্ণের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১১:২৪ পিএম
আন্তর্জাতিক বাজারে কমেই চলেছে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত
চলতি বছরের মে মাসের শেষদিকে ইতিহাস সৃষ্টির পর আন্তর্জাতিক বাজারে কমেই চলেছে স্বর্ণের দাম। মঙ্গলবার (২ জুলাই) নিরাপদ আশ্রয় ধাতুটির দর হ্রাস পেয়েছে। গত মাসেও পতনের মধ্যে ছিল এটি। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে প্রায় ২৩২৬ ডলার ৩৮ সেন্টে। একই কর্মদিবসে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দর নিম্নগামী হয়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২৩৩৫ ডলার ৬০ সেন্টে।
২০২৪ সালের মে মাসের শুরুর দিকে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল স্বর্ণের দাম। গত ২০ মে লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্সের দর দাঁড়ায় ২৪৪৯ ডলার ৮৯ সেন্টে। বিশ্ব ইতিহাসে এখন পর্যন্ত যা সর্বকালে সর্বোচ্চ। অর্থাৎ এর আগে কখনও মূল্যবান ধাতুটির দাম এত দেখেনি বিশ্ববাসী।
সেসময় ইসরায়েল, ফিলিস্তিন, ইরান তথা মধ্যপ্রাচ্য সংকট চরম আকার ধারণ করেছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিদ্যমান থেকেছে। ফলে বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছিল। স্বাভাবিকভাবেই অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর মধ্যে বিশ্বের বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনা বাড়িয়েছিল। ফলে দামি ধাতুটির দর আকাশ ছুঁয়েছিল।
অবশ্য রেকর্ড তৈরির পরই পতনের মুখে পড়ে স্বর্ণ। ধীরে ধীরে মূল্য হ্রাস পেতে থাকে গুরুত্বপূর্ণ সম্পদের। সেই থেকে এখন পর্যন্ত যার দাম কমেছে প্রায় ৫ শতাংশ বা ১১৪ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩,৩৯৪ টাকা। সামনে এই ধারা অব্যাহত থাকে কিনা, সেটাই দেখার অপেক্ষায় ব্যবসায়ীরা।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান ব্লু লাইন ফিউচার্সের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রেইবল বলেন, সুদের হার বা ফেড পলিসি সংক্রান্ত যেকোনো বিষয়ে আলোচনার জন্য বাজার এখনও অত্যন্ত সংবেদনশীল। সুতরাং, আমি মনে করি, এটি এখনও অপেক্ষা করুন এবং দেখুন টাইপ গতির মধ্যে রয়েছে।
চলতি সপ্তাহের শেষদিকে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে বিশ্বের বৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র। যার ওপর নির্ভর করে সুদের হার নিয়ে সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। আপাতত সেদিকে নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা।