×

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নাজিম উদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:৩১ এএম

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নাজিম উদ্দিন

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন নাজিম উদ্দিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন পরিচালক (সাবেক মহাব্যবস্থাপক) পদে পদোন্নতি পেয়েছেন। সোমবার (২ জুলাই) এক আদেশের মাধ্যমে তাকে পদোন্নতি দেয়া হয়েছে।

তিনি ২০০০ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদানের পর প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন ও গভর্নর সচিবালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে তাকে ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০১৪’ এর স্বর্ণ পদক দেয়া হয়।

নাজিম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ব্যাংকে যোগদানের আগে তিনি ১৯৯৮-২০০০ সময়ে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে অ্যাসোসিয়েট অব দ্যা ইনস্টিটিউট অব দ্যা ব্যাংকার্স, বাংলাদেশ (এআইবিবি) ডিগ্রি অর্জন করেন।

পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, আয়ারল্যান্ড, তুরস্ক, চীন, ভারত, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংকসহ স্বনামধন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের বাবা। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

আরো পড়ুন: দুর্নীতির অভিযোগে বরখাস্ত-অবসর যথেষ্ট নয়

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারা শেখ হাসিনাকে ‘দৈত্য’ বানাল, প্রশ্ন ফারুকীর

কারা শেখ হাসিনাকে ‘দৈত্য’ বানাল, প্রশ্ন ফারুকীর

ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর

ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর

ভারতীয় আগ্রাসনে নামের মিল থাকায় ১৭ বছর ধরে জেলে বাদল ফরাজী

ভারতীয় আগ্রাসনে নামের মিল থাকায় ১৭ বছর ধরে জেলে বাদল ফরাজী

যোগদান করলেন জাতীয় সংসদের নতুন সচিব আনোয়ার উল্যাহ

যোগদান করলেন জাতীয় সংসদের নতুন সচিব আনোয়ার উল্যাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App