×

অর্থনীতি

চলতি বছরের শুরুতেই স্বর্ণের দাম বাড়লো ভরিপ্রতি ২২১৭ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ০৭:২৫ পিএম

চলতি বছরের শুরুতেই স্বর্ণের দাম বাড়লো ভরিপ্রতি ২২১৭ টাকা

ছবি: সংগৃহীত

গেলো বছর পুরোটাই কেটেছে স্বর্ণের দাম হ্রাস-বৃদ্ধির দোলাচলে। এর ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতেই দেশের বাজারে আবারো বেড়েছে স্বর্ণের দাম।

ভালো মানের স্বর্ণের দাম প্রতি গ্রাম ৯ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে ৯ হাজার ৬৮০ টাকা ঘোষণা করেছে বাজুস। গ্রামপ্রতি বেড়েছে ১৯০ টাকা। সে হিসেবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। যার আগের দাম ছিল ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ভরিপ্রতি বেড়েছে ২২১৭ টাকা।

বুধবার (৬ মার্চ) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App