×

অর্থনীতি

৬ রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো কানাডা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৪:১০ পিএম

৬ রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো কানাডা

ছবি:তাস

আলেক্সি নাভালনির মৃত্যুর পর রাশিয়ার উপর নিষেধাজ্ঞার কথা জানিয়েছিলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়পা জোলি। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুসারে, খার্পের বন্দোবস্তের কারাগারের প্রধান ভাদিম কালিনিনসহ কানাডা আরো ৬ রুশ নাগরিকের বিরুদ্ধে আলেক্সি নাভালনির মৃত্যুর ঘটনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য ব্যক্তিরা হলেন, রাশিয়ান ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিসের প্রধান উগর রাকিতিনিম জিনি, আলেকজান্ডার ভারাপায়েভ, মেরিনা বোবেক, ইয়েকাতেরিনা ফ্রোলোভা এবং কিরিল নিকিফোরভ।

ধারনা করা হচ্ছে নাভালনির মৃত্যুর সঙ্গে এদের সকলের সম্পৃক্ততা রয়েছে।

এর আগে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি নাভালনির মৃত্যুর ঘটনায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের কাথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন অন্তত ৬ জনকে এ বিধিনিষেধের আওতায় আনা হবে। নাভালনির মৃত্যুতে যাদের দায় স্পষ্ট। 

এর আগের ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিসের অফিস নাভালনির অসুস্থ হওয়ার বিষয়ে জানায়। এসময় জানানো হয় নাভালনি গারাগারে হাটার সময় অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটয়ে পরেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App