×

অর্থনীতি

মোবাইলে কর বাড়ানো ‘জুলুম’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২০, ০৮:২৪ পিএম

বাজেটে মোবাইল ফোন সেবার ওপর কর বাড়ানোকে ‘জুলুম’ বলে উল্লেখ করেছে বাংলাদেশে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। যেখানে বিশ্বের অন্যান্য দেশ সাশ্রয়ী দামে নিরবিচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে কাজ করছে, সেখানে এ দেশে বছর বছর কর বাড়ানো হচ্ছে। করোনায় কর্মহীন মানুষদের কাছে এটি বাড়তি চাপ তৈরি করবে বলেও মনে করছে সংগঠনটি।

শুক্রবার (১২ জুন) এক বিবৃতিতে গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গত ৫ বছরে ৫ বার কর বাড়ানো হয়েছে। গত অর্থ বছরে গ্রাহকের কাছ থেকে ২৮ দশমিক ৫০ শতাংশ কর আদায় করা হতো। এবার আরো ৫ শতাংশ বাড়িয়ে ৩৩ দশমিক ৭৫ টাকা হয়েছে। অন্যদিকে অপারেটরদের ওপর আরোপিত ৩০ শতাংশ করও মূলত আদায় করা হবে গ্রাহকদের কাছ থেকেই।

এ সেবায় এমনিতেই নৈরাজ্য চলছে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে ভাবতে হবে, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবার যারা বর্তমানে উপার্জনহীন তাদের কাছ থেকে উচ্চ কর আদায় করা কতটুকু সমিচীন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App