×

অর্থনীতি

বেকারত্ব রোধে ২ হাজার কোটি টাকার ঋণ

Icon

nakib

প্রকাশ: ১১ জুন ২০২০, ০৭:৫৪ পিএম

করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে কর্মস্থানের ওপর বড় ধাক্কা পড়েছে। বিশ্বের সব দেশেই কম বেশি মানুষ কর্মহীন হচ্ছেন। বাংলাদেশেও প্রায় ১৪ লাখ মানুষ কর্মহীন হতে পারে বলে এডিবির সূত্রকে উদ্ধৃত করে আশঙ্কার কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন কর্মসংস্থানে নির্দিষ্ট করে কোন পরিকল্পনার কথা না জানালেও ২ হাজার কোটি টাকার ঋণ বিতরণ করা হবে বলে বাজেট বক্তব্যে জানানো হয়। পল্লী সঞ্চয় ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে এসব ঋণ বিতরণ করা হবে। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন এ কাজে সহায়তা করবে। এক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০০ কোটি টাকার ফান্ড প্রদান করবে। পরে এসব প্রতিষ্ঠান সুনির্দিষ্ট কর্মসূচী নিয়ে উপযুক্ত উদ্যোক্তাদের ঋণ প্রদান করবে। তাছাড়া দক্ষতা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু থাকবে বলে জানান মন্ত্রী। দেশের বিভিন্ন জেলায় নতুন নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App