×

অর্থনীতি

প্রায় ১৪ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২০, ০১:৫৫ পিএম

প্রায় ১৪ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব

অধ্যাপক ড. আবুল বারকাত

১৩ লাখ ৯৬ হাজার ৬০০ কোটি টাকার সম্প্রসারণমূলক বিকল্প বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। যা অর্থমন্ত্রণালয়ের বর্তমান বাজেটের ৫ লাখ ৬৫ হাজার কোটি টাকা বেশি। শতাংশের হিসেবে যা ২.৪৭ শতাংশ বেশি। সোমাবার (৮ মে) সকাল ১০টায় বাংলাদেশ অর্থনীতি সমিতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসন্ন ২০২০-২০২১ অর্থবছরের জন্য বিকল্প বাজেট প্রস্তাবনা বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত এ ঘোষণা দেন। বাজেট ঘোষনায় আবুল বারকাত বলেন, আমার মতে, সংকোচনমূলক কোন বাজেট হবে না। বাজেট হবে দ্রুত সম্প্রসারণশীল বৃহদায়তন বাজেট। এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে শিক্ষাখাতে। পাশাপাশি শিক্ষাখাতকে আলাদা খাত হিসেবে নির্বাচন করার জন্য বলেন। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনায় করোনার মহাবিপর্যয় থেকে মুক্তি ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের বিষয়টি প্রাধান্য দেয়া হয়েছে। সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ। সঞ্চালক হিসেবে ছিলেন সহ-সভাপতি এ জেড এম সালেহ। ভিডিও কনফারেন্সটি অর্থনীতি সমিতির নিজস্ব ফেসবুক পেজ (Bangladesh Economic Association-BEA) থেকে সরাসরি প্রচার করা হয়। বাজেটে আয়ের খাত হিসেবে সভাপতি বলেন, রাজস্ব খাত থেকে ১২ লাখ ৬১ হাজার ৬০০ কোটি টাকা আহরণ। যা মূল বাজেটের প্রায় ৯১ শতাংশ। বাকি এক কোটি ৩৫ লাখ কোটি টাকার যে ঘাটতি থাকবে তা বাস্তবায়নে বন্ড বাজার থেকে ৭০ হাজার টাকা, সঞ্চয়পত্র থেকে ৪০ হাজার টাকা, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ এর মাধ্যমে ২৫ হাজার কোটি টাকা সংগ্রহ করাসহ মোট ২১ টি নতুন খাতের প্রস্তাবণা দেয়া হয়েছে। বাজেটের ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ এবং ব্যাংক থেকে কোন ধরনের ঋণ না নেয়ার জন্য বলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App