×

অর্থনীতি

প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ ‘পোল্ট্রি বান্ধব’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৬:২৫ পিএম

প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ ‘পোল্ট্রি বান্ধব’

মুরগির খামার। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজকে ‘পোল্ট্রি বান্ধব’ বলে স্বাগত জানিয়েছে এ খাতের উদ্যোক্তারা। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ পোল্ট্রিখাতের উদ্যোক্তাদের বাঁচার আশা জাগিয়েছে। তবে সরকার ঘোষিত এ সহায়তা যেন দ্রুততম সময়ে এবং সহজ শর্তে খামারি ও উদ্যোক্তারা পেতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার কথা জানায় পোল্ট্রি শিল্পের কেন্দ্রীয় সংগঠন ‘বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল” (বিপিআইসিসি)। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দেয়ার কথাও বলেন তারা। বিপিআইসিসি’র সদস্যভুক্ত সংগঠন- ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি) সভাপতি রকিবুর রহমান টুটুল, ফিড ইন্ডাষ্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ফিআব) সভাপতি এহতেশাম বি. শাহজাহান, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ওয়াপসা-বিবি) সভাপতি আবু লুৎফে ফজলে রহিম খান, এগ প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিএবি) সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী, এনিমেল হেলথ কোম্পানীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) সভাপতি ডা. নজরুল ইসলাম এবং বাংলাদেশ এগ্রো ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টার্স এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন (বাফিটা) সভাপতি সুধীর চৌধুরি গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রীর এ ঘোষণা অত্যন্ত সময়োচিত এবং সুচিন্তিত। এ প্রণোদনা প্যাকেজে পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাতের জন্য ৪ শতাংশ সুদে যে ঋণ সুবিধা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে তা সারাদেশের পোল্ট্রি খামারি ও উদ্যোক্তাদের ওয়ার্কিং ক্যাপিটালের চাহিদা পূরণ করবে এবং করোনা পরবর্তী সময়ে নতুন উদ্যমে পুনরায় খামার শুরু করতে উৎসাহ যোগাবে। সরকারের এ সিদ্ধান্তকে ‘পোল্ট্রি বান্ধব’ হিসেবে আখ্যায়িত করে মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। বিপিআইসিসি’র সভাপতি মসিউর রহমান বলেন, করোনার প্রাদুর্ভাবে পোল্ট্রিখাত ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রধানমন্ত্রীর এই প্যাকেজে আমরা খুশি। তিনি বলেন- এ মুহুর্তে পুষ্টিকর খাদ্যের উৎপাদন অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। করোনার প্রভাবে এ শিল্পের প্রোডাকশন ও সাপ্লাই চেইনে যে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়েছে তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে না পারলে ডিম, মুরগির মাংস, ফিড, একদিন বয়সী বাচ্চার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। মসিউর বলেন- প্রচন্ড দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে কাটছে তৃণমূল ক্ষুদ্র ও মাঝারি খামারিদের প্রতিটি দিন। প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ তাঁদেরকে নতুনভাবে বাঁচার আশা জাগিয়েছে। তবে সরকার ঘোষিত এ সহায়তা যেন দ্রুততম সময়ে এবং সহজ শর্তে খামারি ও উদ্যোক্তারা পেতে পারেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দিতে হবে। বিপিআইসিসি’র পক্ষ থেকে বলা হয়, কোভিড-১৯ ভাইরাসের প্রভাবে পোল্ট্রি শিল্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি, দুর্যোগ পরবর্তী পুণর্বাসন এবং খাদ্য নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পুষ্টিকর খাদ্যের উৎপাদন নিশ্চিতে সহায়ক উদ্যোগ সম্পর্কে ইতোমধ্যেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তরসহ প্রধানমন্ত্রীর কার্যালয়কে লিখিতভাবে অবহিত করা হয়েছে। ঘোষিত প্রণোদনা প্যাকেজ পোল্ট্রি শিল্প সংশ্লিষ্টদের জন্য যথেষ্ঠ সহায়ক হবে- এ বিষয়ে কোন সন্দেহ নেই। তবে খাদ্য উৎপাদন ব্যবস্থায় গতিশীলতা ফিরিয়ে আনার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী পোল্ট্রি শিল্পের প্রস্তাবণাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App