×

অর্থনীতি

পর্যটন শিল্পে দক্ষ জনবল প্রয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৭:১৭ পিএম

পর্যটন শিল্পে দক্ষ জনবল প্রয়োজন

বক্তব্য দিচ্ছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী/ ছবি: ভোরের কাগজ

পর্যটন শিল্পের প্রসারে দক্ষ জনশক্তি প্রয়োজন উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, দেশে এ খাতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আমাদের পর্যটন শিল্পে এখনো প্রচুর বিদেশি কাজ করছে। সেখানে আমরা কাজ করতে পারি। দক্ষ জনবল গড়ে তুলতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে ১ জন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর্যটন সম্পর্কিত পেশার সঙ্গে জড়িত। পর্যটন শিল্পের দ্রুত বিকাশের ফলে কর্মসংস্থানের বড় সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে পর্যটন খাতে বিনিয়োগ ২০২৮ সালে ১৬১ দশমিক ৮ বিলিয়ন টাকায় পৌঁছাবে। তাই জনবল তৈরির ক্ষেত্রেও আমাদের সেভাবে প্রস্তুত হতে হবে।

ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডঃ ভুবন চন্দ্র বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের অধ্যাপক ড. মুজিব উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. আফজাল হোসেন, সোনারগাঁও হোটেলের জেনারেল ম্যানেজার স্টিফেন জেমস পিটার প্রমুখ আলোচনায় অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App