×

অর্থনীতি

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের অস্বাভাবিক মুল্যবৃদ্ধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৭, ১২:৩৬ পিএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের অস্বাভাবিকভাবে দাম বাড়ছে। রোববার বিনিয়োগকারীদের সতর্ক করে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিকভাবে দাম বাড়ার পেছনের কারণ জানতে চেয়ে ৭ ডিসেম্বর নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। তথ্য পর্যালোচনা দেখায় যায়, গত ২৬ নভেম্বর থেকে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দাম টানা বাড়ছে। শেষ ৯ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা। গত ২৬ নভেম্বর প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২৪ টাকা ৯০ পয়সা। যা টানা বেড়ে ৭ ডিসেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৩১ টাকা ৭০ পয়সা। ডিএসই’র মাধ্যমে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৩২ পয়সা। এ ছাড়া কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৩ পয়সা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ১৬ পয়সা। ডিএসইর তথ্যানুযায়ী, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মোট শেয়ারের ৫২ দশমিক ৪০ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচলকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৩৩ দশমিক ১২ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৪ দশমিক ৪৮ শতাংশ শেয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App