×

অর্থনীতি

দৃষ্টিনন্দন পণ্যে সেজেছে স্টলগুলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০১৯, ০২:৩৯ পিএম

দৃষ্টিনন্দন পণ্যে সেজেছে স্টলগুলো
রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ৭ দিনব্যাপী জাতীয় শিল্পমেলা। এই মেলায় প্রদর্শনের জন্য বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন পণ্যের পসরা সাজিয়েছেন স্টল মালিকরা। অনেক স্টলে প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করছেন তারা। যদিও মেলার দ্বিতীয় দিন গতকাল মানুষের উপস্থিতি ছিল খুব কম। গতকাল সরেজমিন মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, স্টলগুলো সেজেছে বিভিন্ন দৃষ্টিনন্দন পণ্যে। এসব পণ্যের মধ্যে রয়েছে- দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ অন্যান্য বড়, মাঝারি, ক্ষুদ্র, কুটির, হস্ত ও কারু এবং হাইটেক শিল্পের স্বদেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য। এদিকে, গতকাল মেলার দ্বিতীয় দিন স্টল মালিকদের মধ্যে হতাশা লক্ষ্য করা গেছে। কারণ হিসেবে জানা যায়, মেলার প্রথম দিন গত রবিবার অগ্রিম কালবৈশাখীতে প্রায় লণ্ডভণ্ড হয়ে যায় ঢাকা শহর। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে স্টল মালিকরা যখন পণ্য প্রদর্শনী এবং বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই শুরু হয় ঝড়। ফলে আশানুরূপ বিক্রি হয়নি। আবার গতকাল বেলা ২টায় স্টলগুলো বন্ধ করার নির্দেশ দেয় আয়োজক কমিটি। জানা গেছে, আগামীকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। ফলে নিরাপত্তাজনিত কারণে মেলা বন্ধ রাখা হয়েছে। আজ বেলা ২টা পর্যন্ত মেলা বন্ধ থাকবে। দেশের শিল্প খাতে দেশি-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ দেশীয় শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রচার, বিক্রয় ও প্রসারের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো এই মেলার আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয়। দেশে আন্তর্জাতিক বাণিজ্যমেলাসহ বিভিন্ন মেলা হয়ে থাকে। কিন্তু এবারই প্রথম জাতীয় শিল্পমেলার আয়োজন করা হচ্ছে। মেলায় পণ্য বিক্রির ব্যবস্থা থাকলেও এ মেলার মূল উদ্দেশ্য হচ্ছে দেশে বিনিয়োগ বাড়ানো। উল্লেখ্য, মেলায় সারা দেশ থেকে বড়, মাঝারি, ক্ষুদ্র, কুটির, হস্ত ও কারু এবং হাইটেকসহ মোট ৩০০ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেবে। তারা ৩০০টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। এদের মধ্যে ১১৬ জন নারী উদ্যোক্তা এবং ১০৭ জন পুরুষ উদ্যোক্তা রয়েছেন। মেলায় ৫২ শতাংশ নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন। আগামী ৬ এপ্রিল পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় কোনো প্রবেশ মূল্য নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App