×

অর্থনীতি

আয় বারলেও লোকসানে রবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ০১:৪১ পিএম

আয় বাড়ছে তারপরও লোকসানে থাকছে রবি।২০১৬ সালের চেয়ে চলতি বছরের জুলাই হতে সেপ্টেম্বর মাসে রবির আয় বেড়েছে ২৬ শতাংশ। তারপরেও লাভ থেকে লোকসানে চলে গেছে অপারেটরটি।গত বছরের একই সময়ে অপারেটরটির আয় ছিল এক হাজার ৩৮৫ কোটি ৯০ লাখ টাকা যা এবার উঠে এসেছে এক হাজার ৭৪৮ কোটি টাকায়। কিন্তু ওই বছর একই সময়ে অপারেটরটির লাভ ছিল এক কোটি ৮০ লাখ টাকা।সেখান থেকে চলতি বছরে বছরের তৃতীয় প্রান্তিকে তাদের লোকসান হয়েছে ৪৬ কোটি ৯০ লাখ টাকা।এদিকে এই সময়ে অপারেটরটির গ্রাহক বেড়েছে। গ্রাহক প্রতি ডেটা ব্যবহারের পরিমাণ বেড়েছে। বেড়েছে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যাও। অপারেটরটির মোট গ্রাহকের ৩২ শতাংশ এখন স্মার্টফোন ব্যবহার করে। গত বছরের একই সময়ে যেটা ছিল ২৭ শতাংশ।গ্রাহক প্রতি মাসে ডেটা ব্যবহারের পরিমাণ ৬৩০ এমবি। আগের বছর এই সময়ে গ্রাহক প্রতি মাসে ব্যবহার হতো ৩৬৭ এমবি। অপারেটরটির মোট গ্রাহকের ৫৭ দশমিক ৭ শতাংশ ইন্টারনেটে যুক্ত।২০১৬ সালের জু্লাই-সেপ্টেম্বরে গ্রাহক প্রতি রবির আয় ছিল মাসে ১৫৫ টাকা। এখন সেটা মাসে ১৩১ টাকা।রবি-এয়ারটেল একীভূত হওয়ার পর ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকে রবির গ্রাহক সংখ্যা ৪ কোটি ১২ লাখ।রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি রবি ক্রমাগত নতুন নতুন ডিজিটাল সল্যুশন নিয়ে আসছে এবং সাশ্রয়ী মূল্যে উদ্ভাবনী পণ্য সরবরাহ করে গ্রাহকদের বিভিন্ন অনলাইন ও সোশ্যাল প্লাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি করে দিচ্ছে।সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, বছরের তৃতীয় প্রান্তিকে তারা রাষ্ট্রীয় কোষাগারে ৬৭০ কোটি টাকা জমা দিয়েছে যা মোট রাজস্বের ৩৮ দশমিক ২ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App