×

অর্থনীতি

গৃহঋণ পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৮, ০৩:৪৯ পিএম

গৃহঋণ পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পর এবার পাবলিক বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরাও পাবেন গৃহঋণ। মাত্র পাঁচ শতাংশ সরল মুনাফায় গৃহঋণ নিতে পারবেন শিক্ষক ও কর্মচারীরা। এ ব্যাপারে সরকার এরই মধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ-সংক্রান্ত পৃথক একটি নীতিমালা প্রণয়নের জন্য কাজ চলছে। নীতিমালা প্রস্তুতের পর সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পাঁচ শতাংশ সরল মুনাফায় গৃহঋণ নিতে পারবেন। অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ থেকে উপসচিব তনিমা তাসনিম স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে উল্লেখ করে আদেশটি পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App