×

অর্থনীতি

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়েছে ট্রাস্ট ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ০২:৫৫ পিএম

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়েছে ট্রাস্ট ব্যাংক
ট্রাস্ট ব্যাংক লিমিটেড বিনিয়োগকারীদের ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৭ সমাপ্ত আর্থিক বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় তিন টাকা ১৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়ায় ২২ টাকা ৪০ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১৭৫ কোটি আট লাখ ৬০ হাজার টাকা। গতাকাল শেয়ারদর তিন দশমিক ৭৪ শতাংশ বা এক টাকা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৮ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২৮ টাকা ৩০ পয়সা। দিনজুড়ে এক লাখ ১৩ হাজার ৪৫৩টি শেয়ার মোট ১০০ বার হাতবদল হয়, যার বাজারদর ৩২ লাখ ৩৩ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ২৮ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২৯ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ২৬ টাকা থেকে ৪৭ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ২৫ শতাংশ লভ্যাংশ। এ সময় ইপিএস হয়েছে তিন টাকা ৯৮ পয়সা এবং এনএভি ২২ টাকা ৭৫ পয়সা। ওই সময় করপরবর্তী মুনাফা করেছে ২০১ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা। ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় অনুপাতে ৯ দশমিক শূন্য এক এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে আট দশমিক ৫২। এক হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৫৬ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৬৯০ কোটি ৫২ লাখ টাকা। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ৮৩ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল এক টাকা পাঁচ পয়সা। অর্থাৎ ইপিএস ২২ পয়সা কমেছে। ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত এনএভি হয়েছে ২৩ টাকা ২৫ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ২১ টাকা ৭০ পয়সা। কোম্পানিটির মোট ৫৫ কোটি ৬৯ লাখ ৬৬ হাজার ২১৬টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৬০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ১৬ দশমিক শূন্য আট শতাংশ, বিদেশি এক দশমিক ৮৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ২২ দশমিক শূন্য পাঁচ শতাংশ শেয়ার রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App