×

অর্থনীতি

নভেম্বরে রপ্তানি কমেছে ৭.৪৫%

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

নভেম্বরে রপ্তানি কমেছে ৭.৪৫%

ছবি: সংগৃহীত

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ের জন্য পোশাক রপ্তানির পরিসংখ্যান প্রকাশ করেছে। উল্লিখিত সময়ের মধ্যে পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় আমাদের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ২.৭৫% কমে ১৮.৮৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৮.৩৩ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। বিশেষ করে নভেম্বরে রপ্তানি কমেছে ৭.৪৫%। যদিও ওভেন এবং নিটওয়্যার উভয়ের রপ্তানি কমেছে, তবে নিটওয়্যারের তুলনায় ওভেন পোশাকের জন্য এই পতন আরও গুরুতর ছিলো। উল্লিখিত ৫ মাসে ৮.৬৬% প্রবৃদ্ধিসহ নিটওয়্যার রপ্তানি ছিলো ১০.৯৮ বিলিয়ন মার্কিন ডলার এবং ওভেন পোশাকের রপ্তানি ৪.৫২% হ্রাসসহ ৭.৮৪ বিলিয়ন মার্কিন ডলার ছিল। ২০২৩ এর নভেম্বরে ওভেন রপ্তানি ১২.৫৯% এবং নিটওয়্যার ৩.১৮% হ্রাস পেয়েছে। বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, শ্রম অসন্তোষের সময় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী খুচরা বিক্রয় ও চাহিদার মন্দার কারণে মন্থরতা হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App