×

অর্থনীতি

সব কারখানা চালুর সিদ্ধান্ত: বিজিএমইএ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম

সব কারখানা চালুর সিদ্ধান্ত: বিজিএমইএ

ছবি: সংগৃহীত

বন্ধ থাকা সব পোশাক কারখানা বুধবার (১৫ নভেম্বর) থেকে চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার (১৪ নভেম্বর) এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি আরো বলেন, শ্রম আইনের ১৩/১ ধারায় বন্ধ থাকা দেশের সকল পোশাক কারখানা বুধবার থেকে চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মালিকরা চাইলে কারখানা খুলতে পারবেন। এছাড়া নির্ধারিত মজুরি মেনে নিয়ে আন্দোলনরত শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। এদিকে পোশাক খাতের চলমান অস্থিরতা নিয়ে ইউইউ প্রতিনিধিদলের সঙ্গে সন্ধ্যায় আলোচনায় বসার কথা রয়েছে বিজিএমইএ নেতাদের। এর আগে সোমবার (১৩ নভেম্বর) পোশাক শিল্পের বর্তমান শ্রম পরিস্থিতি সম্পর্কে সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের জেরে এখন পর্যন্ত রাজধানী ঢাকা ও গাজীপুরে ১০২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। কাশিমপুর ও কোনাবাড়ি এলাকার সবার সহযোগিতায় ৩টি পোশাক কারখানা বাদে সব কারখানা খুলে দেয়া হয়েছে। অন্যদিকে আশুলিয়া ও মিরপুরের প্রায় ৯৯টি পোশাক কারখানা বন্ধ আছে। এই কারখানাগুলোতেও আলোচনা চলছে। শ্রমিকরা কাজ করতে চাইলে, পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানাগুলো খুলে দেয়া হবে। এছাড়া পোশাক শিল্প-অধ্যুষিত অন্যান্য এলাকা যেমন: টঙ্গী, গাজীপুর, শ্রীপুর, মাওনা, ময়মনসিংহ, সাভার, ইপিজেড, নারায়ণগঞ্জ, ডিএমপি, চট্টগ্রামসহ বাংলাদেশের অন্যান্য এলাকার সব পোশাক কারখানা খোলা রয়েছে এবং সুষ্ঠু শ্রম পরিস্থিতি বজায় আছে বলে জানিয়েছে বিজিএমইএ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App