×

অর্থনীতি

দুই দিনে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম

দুই দিনে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি

আলু। পুরোনো ছবি

আলুর অস্বাভাবিক দাম বেড়ে গেছে। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত দুই দিনে ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দেয়া হয়েছে। বুধবার (১ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত পরশুদিন আলু আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর মঙ্গলবার ও বুধবার দুইদিনে এখন পর্যন্ত ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরআগে মঙ্গলবার দেশের সব কোল্ড স্টোরেজ থেকে, সরকার নির্ধারিত দামে প্রতি কেজি আলু ২৬ থেকে ২৭ টাকায় বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। আজ থেকে এই নির্দেশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের চিঠিও দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App