×

অর্থনীতি

এবিসিসিআই সভাপতি হলেন সৈয়দ মোয়াজ্জাম হোসেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৬:০৪ পিএম

এবিসিসিআই সভাপতি হলেন সৈয়দ মোয়াজ্জাম হোসেন

সৈয়দ মোয়াজ্জাম হোসেন। ছবি: ভোরের কাগজ

২০২৩-২৫ মেয়াদের জন্য অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ মোয়াজ্জাম হোসেন। তিনি এসএমএইচ ইঞ্জিনিয়ারিং লিমিটেড ( SMH Engineering Limited), এসএমএইচ নিউ জেনারেশন এপারেলস লি.-এর (SMH New Generation Apparels Ltd.) এবং এসএমএইচ ইন্ডাস্ট্রিজ লি.-এর (SMH AGRO Industries Ltd.) এর ব্যবস্থাপনা পরিচালক এবং লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। সৈয়দ মোয়াজ্জেম হোসেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদ্য সাবেক পরিচালক এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই), বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্ট অ্যাসোসিয়েশন (বিআইএএ) এবং বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশন (বিআরজিওএ) এর সাবেক সভাপতি, এবং অন্যান্য স্বনামধন্য ব্যবসায়িক সংগঠনের সাথে জড়িত। অন্যদিকে জোবায়ের তানসিম আহমেদ অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বারের মহাসচিব নির্বাচিত হয়েছেন। জোবায়ের তানসিম শাহ ফতেহুল্লাহ টেক্সটাইল মিলস লিমিটেড, জালাল আহমেদ স্পিনিং মিলস লিমিটেড, জেনভিও ফার্মা লিমিটেডের পরিচালক। জনাব জোবায়ের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের সাথেও যুক্ত। অন্যান্য নির্বাচিত বোর্ড সদস্যরা হলেন দীপক কুমার বড়াল (সহ-সভাপতি), জামিলুর রহমান (সাংগঠনিক সম্পাদক) মোহাম্মদ তাহেরুল হক (কোষাধ্যক্ষ), এরিক স্যামসন চৌধুরী(পরিচালক), নাবিল ইসা (পরিচালক), ইকবাল হোসেন (পরিচালক), মো সামসুল আলম মল্লিক(পরিচালক), শুভাশিস চাকমা(পরিচালক) এবং মো. আল আমিন (পরিচালক)। নব নির্বাচিত বোর্ড সদস্যরা অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App